Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৯:৫৪ পি.এম

নিউইয়র্কে ঢুকলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার – মামদানির সতর্কবার্তা

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা করেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহরে প্রবেশ করলেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হবে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন। মামদানি বলেন, নিউইয়র্ক সিটি আন্তর্জাতিক আইনকে সম্মান করে এবং আইসিসি প্রদত্ত যেকোনো আইনি নির্দেশ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। যদিও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন আইসিসির বিরোধিতায় অবস্থান নিয়েছে, তবুও শহর হিসেবে নিউইয়র্ক আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতেই বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক যখন তাকে মনে করিয়ে দেন যে যুক্তরাষ্ট্র আইসিসির রোম স্ট্যাটিউটে স্বাক্ষরকারী নয়, তখন মামদানি জবাব দেন, “আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানানো উচিত। আমাদের ক্ষমতার মধ্যে থাকা আইনসমূহ মেনেই আমরা পদক্ষেপ নেব।” নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ তার এ সিদ্ধান্ত সমর্থন করবেন কি না—এ প্রশ্নের জবাবে মামদানি বলেন, তিনি যে আইনগুলোর ভিত্তিতে কাজ করতে পারবেন, সেগুলোই তিনি প্রয়োগ করবেন; এর বাইরে নতুন কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন নেই। গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এর আগে একই আদালত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন