Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৯:৪০ পি.এম

তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র মুক্তি পাচ্ছে আজ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে নির্মিত ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ আজ বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে। আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্যচিত্রটিতে তারেক রহমানের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রের মূল বিষয়বস্তু-  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও স্টুডিও আলোচনার মাধ্যমে তারেক রহমানের জীবনচিত্র উপস্থাপন। রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবী, বিচারপতি, মানবাধিকার কর্মী ও সংগীত শিল্পীদের মতামত অন্তর্ভুক্ত তার অতীত সংগ্রাম, ত্যাগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা তুলে ধরা। তথ্যচিত্রটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টার পর অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত যদিও তথ্যচিত্রটি তারেক রহমানের জন্মদিনকে উপলক্ষ্য করে নির্মিত হয়েছে, এতে মূলত তার রাজনৈতিক জীবন, সংগ্রাম, সেক্রিফাইস এবং দেশের জন্য তার ভাবনা নিয়ে মানুষের মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজকদের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দেশবরেণ্য বেশ কয়েকজন সাংবাদিকও এ তথ্যচিত্রের সঙ্গে যুক্ত রয়েছেন।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন