Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৭:২১ পি.এম

চান্দিনায় এলডিপির গণসংযোগ ও ‘ছাতা’ প্রতীকের প্রচারণা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা মাঠে নেমেছেন ব্যাপক গণসংযোগ ও দলীয় প্রতীকের প্রচারণায়। দলটির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের পক্ষে এলাকাজুড়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং সমর্থন আদায়ে সক্রিয় রয়েছেন তারা। বুধবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা সদরে দলীয় প্রতীক ‘ছাতা’ হাতে নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল বের করেন এলডিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পৌরসভার মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি চান্দিনা বাজার, থানা এলাকা ঘুরে পুনরায় মহারং স্কুলে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন—চান্দিনা উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মো. আবদুস সামাদ কমিশনার, সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম, মো. আবদুস সালাম, জাহাঙ্গীর আলম, মো. সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক জামসেদ আহমেদ জাকি। এ ছাড়া অংশ নেন—পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোবারক হোসেন মোবা, পৌরসভার ১নং ওয়ার্ড এলডিপি সভাপতি রফিকুল ইসলাম, এলডিপি নেতা আবদুর রশিদ, পৌর গণতান্ত্রিক যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন শানু, বাকি বিল্লাহ, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম বাবু, সহ-সভাপতি হাবিবুর রহমান রায়হান ও ১নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান সজলসহ অন্যান্য নেতাকর্মীরা। মিছিল-সমাবেশে নেতারা আগামী নির্বাচনে ‘ছাতা’ প্রতীককে বিজয়ী করতে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন