Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৬:৫৭ পি.এম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না; মাওঃ মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৯ নভেম্বর) দুপুরের পর ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত পোস্টে দাবি করা হয়, আজহারী জামায়াতে ইসলামের মনোনয়ন পেয়েছেন। খবরটি মুহূর্তেই ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। অনেকেই যাচাই ছাড়াই তাকে অভিনন্দন জানাতে শুরু করেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতে ইসলামী স্পষ্ট করেছে—এ দাবি সম্পূর্ণ গুজব। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন, “মিজানুর রহমান আজহারীকে আমাদের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার খবর নিছক গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রার্থীতা বা মনোনয়ন সংক্রান্ত বিষয়ে ভুয়া সংবাদ ছড়ানো একটি অপব্যবহার। এজন্য তিনি সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য গ্রহণ বা প্রচার না করার আহ্বান জানান। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর পোস্টগুলোকে কেন্দ্র করে আজহারীর অনুসারী ও সাধারণ পাঠকদের মধ্যে বেশ চাঞ্চল্য তৈরি হলেও জামায়াতের আনুষ্ঠানিক ব্যাখ্যার পর বিষয়টি পরিষ্কার হয়েছে।  

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন