Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ১:৪৬ পি.এম

চান্দিনার কাঠেরপুল থেকে গরু লুট, দায় এড়াতে দুই থানায় ধাক্কাধাক্কি

কুমিল্লার চান্দিনা উপজেলায় চালক ও ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে গরুবাহী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশের সহযোগিতা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভুক্তভোগীরা। কোন থানার দায়িত্ব—তা নিয়ে চান্দিনা ও দাউদকান্দি থানার মধ্যে দায় এড়ানোর চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ঘটনাটি ঘটে সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় বনবিভাগ অফিসের সামনে। এর আগের দিনাজপুর থেকে ৮টি গরু নিয়ে একটি ট্রাক চট্টগ্রামগামী হয়। ভোরে দাউদকান্দি ব্রিজ অতিক্রমের কিছু দূরেই ছিনতাইকারীরা ট্রাকটির গতিরোধ করে। ট্রাকচালক মো. রুকনুজ্জামান জানান, ভোরে ফাঁকা স্থানে সামনে আরেকটি গাড়ি ব্যারিকেড দিলে ট্রাক থামাতে বাধ্য হন তিনি। সঙ্গে সঙ্গে কয়েকজন মুখোশধারী ব্যক্তি তাকে নামিয়ে মারধর করে, হাত-পা বেঁধে একটি গাড়িতে তুলে ফেলে। এরপর ছিনতাইকারীরা ট্রাকটি চালিয়ে চান্দিনার কাঠেরপুল এলাকায় নিয়ে যায়। সেখানে পৌঁছে ৮টির মধ্যে ৬টি গরু তাদের গাড়িতে তোলে। জায়গা কম থাকায় আরও ২টি গরু ফেলে রেখে দ্রুত এলাকা ছাড়ে তারা। চালকের দাবি, ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার মাত্র দুই মিনিট পরে একটি সিএনজিতে পোশাকধারী কয়েকজন পুলিশ ঘটনাস্থলে আসে। সব বিস্তারিত জানালেও তারা প্রথমে ঘটনাস্থলে যেতে রাজি হননি। পরে জোর অনুরোধে পুলিশ ভুক্তভোগীদের একটি ভ্যানে তোলে, কিন্তু ছিনতাইকারীরা যে রাস্তা দিয়ে পালিয়েছে—সেদিকে যেতে অস্বীকৃতি জানায়। তাদের বক্তব্য ছিল- এটা তাদের এলাকার দায়িত্ব নয়। গরুর মালিক মোখলেছুর রহমান বলেন, “আমরা বারবার পুলিশকে ছিনতাইকারীদের পালানোর দিক দেখালেও তারা গুরুত্ব দেয়নি। উল্টো পাঁচ মিনিট ধরে ঘুরিয়ে একই স্থানে...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন