সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় সোমবার, রাজধানীতে কঠোর নিরাপত্তা

শেখ হাসিনার মামলার রায় কাল, নাশকতাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে। এ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোববার ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানান, রায়ের যে অংশ ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন, সেটি ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। একইসঙ্গে অন্যান্য গণমাধ্যমও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে রায় সম্প্রচারের সুযোগ পাবে।

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রোববার বিকেলে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দেন—যদি কেউ যানবাহনে অগ্নিসংযোগ করে বা ককটেল নিক্ষেপের মাধ্যমে জীবনহানির চেষ্টা করে, তবে পুলিশ গুলি চালাতে পারবে। তিনি বলেন, “বাসে আগুন দেওয়া, পুলিশের গাড়িতে হামলা বা ককটেল নিক্ষেপের মতো কর্মকাণ্ডে পুলিশ বসে থাকবে না। আইন অনুযায়ী এসব প্রতিহত করা হবে।

ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কমিশনারের নির্দেশনা বেতার বার্তার মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন, যা নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো রায় ঘোষণাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। সেই আশঙ্কা থেকেই ডিএমপি কমিশনার কঠোর নির্দেশনা দিয়েছেন।

রায় ঘোষণার দিন রাজধানীসহ সারাদেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।

See also  অবস্থা 'অপরিবর্তিত' এখনও 'শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় সোমবার, রাজধানীতে কঠোর নিরাপত্তা

শেখ হাসিনার মামলার রায় কাল, নাশকতাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

১৬ নভেম্বর ২০২৫, ৯:০০

বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে। এ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোববার ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানান, রায়ের যে অংশ ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন, সেটি ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। একইসঙ্গে অন্যান্য গণমাধ্যমও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে রায় সম্প্রচারের সুযোগ পাবে।

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রোববার বিকেলে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দেন—যদি কেউ যানবাহনে অগ্নিসংযোগ করে বা ককটেল নিক্ষেপের মাধ্যমে জীবনহানির চেষ্টা করে, তবে পুলিশ গুলি চালাতে পারবে। তিনি বলেন, “বাসে আগুন দেওয়া, পুলিশের গাড়িতে হামলা বা ককটেল নিক্ষেপের মতো কর্মকাণ্ডে পুলিশ বসে থাকবে না। আইন অনুযায়ী এসব প্রতিহত করা হবে।

ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কমিশনারের নির্দেশনা বেতার বার্তার মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন, যা নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো রায় ঘোষণাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। সেই আশঙ্কা থেকেই ডিএমপি কমিশনার কঠোর নির্দেশনা দিয়েছেন।

রায় ঘোষণার দিন রাজধানীসহ সারাদেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।

See also  কুমিল্লার নতুন এসপি আনিসুজ্জামান