Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৫, ৯:০০ পি.এম

শেখ হাসিনার মামলার রায় কাল, নাশকতাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে। এ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোববার ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানান, রায়ের যে অংশ ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন, সেটি ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। একইসঙ্গে অন্যান্য গণমাধ্যমও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে রায় সম্প্রচারের সুযোগ পাবে। এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রোববার বিকেলে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দেন—যদি কেউ যানবাহনে অগ্নিসংযোগ করে বা ককটেল নিক্ষেপের মাধ্যমে জীবনহানির চেষ্টা করে, তবে পুলিশ গুলি চালাতে পারবে। তিনি বলেন, “বাসে আগুন দেওয়া, পুলিশের গাড়িতে হামলা বা ককটেল নিক্ষেপের মতো কর্মকাণ্ডে পুলিশ বসে থাকবে না। আইন অনুযায়ী এসব প্রতিহত করা হবে। ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কমিশনারের নির্দেশনা বেতার বার্তার মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন, যা নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সংশ্লিষ্টরা মনে করছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো রায় ঘোষণাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। সেই আশঙ্কা থেকেই ডিএমপি কমিশনার কঠোর নির্দেশনা দিয়েছেন। রায় ঘোষণার দিন রাজধানীসহ সারাদেশে অতিরিক্ত...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন