Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৫, ১:৫৪ পি.এম

চান্দিনায় সরকারি সড়কের গাছ কাটল দুষ্কৃতকারীরা, প্রশাসনের উদাসীনতায় জনমনে ক্ষোভ

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের খিরাসার মোহনপুর থেকে এতবারপুর সড়কের পাশের সরকারি রেইন ট্রি গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়—সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি রেইন ট্রির মধ্যে দুইটি ইতোমধ্যে কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি দুইটির ডালপালা কেটে ফেলা হয়েছে, যা যেকোনো সময় সম্পূর্ণভাবে কেটে নেওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খিরাসার মোহনপুর বড় বাড়ির প্রয়াত আব্বাস আলীর ছেলে খোরশেদ আলম ফকির বেশ কিছুদিন আগে গাছগুলো কাটেন। বহু বছর ধরে বেড়ে ওঠা এসব গাছ হঠাৎ করে কেটে নেওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তারা জানান। গত ২১ অক্টোবর ঘটনাটি উপজেলা প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পরবর্তীতে উপজেলা বন বিভাগের পরিদর্শক মো. শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করে দুইটি গাছ কাটা অবস্থায় দেখেন এবং বাকি গাছগুলো না কাটার নির্দেশ দেন। একই সময়ে চান্দিনা (পূর্ব) ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবু সাঈদও সেখানে যান। তবে অভিযোগের সত্যতা প্রমাণের পরও কেউই আইনগত পদক্ষেপ না নিয়ে বরং অভিযোগকারীকে সার্ভেয়ার নিয়োগের জন্য আবেদন করার পরামর্শ দেন—যা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্ত খোরশেদ আলম ফকির দাবি করেন, “গাছগুলো আমি নিজেই লাগিয়েছি। এগুলো আমাদের ব্যক্তিগত জমির গাছ।” এ বিষয়ে বন বিভাগের পরিদর্শক মো. শাহজাহান বলেন, “রাস্তা ও খালের মাঝামাঝি স্থানে গাছগুলো ছিল। অভিযুক্ত ব্যক্তি...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন