
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র কিনেছেন ঢাকা মহানগর উত্তর তেজগাঁও জোনের যুব সম্পাদক গাজী আরমান সাজিদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তেজগাঁও থানা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় যুব সমাজের নেতারা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে গাজী আরমান সাজিদ বলেন, আমি জনগণের সেবা ও তরুণদের নেতৃত্বে পরিবর্তনের রাজনীতি করতে চাই। চান্দিনা আমার শিকড়—এই এলাকার উন্নয়ন ও বেকার তরুণদের কর্মসংস্থানই হবে আমার প্রধান অঙ্গীকার। আমি দীর্ঘ দিন যাবৎ চান্দিনা তথা দেশের বিভিন্ন জায়গায় মানবিক কাজ করে আসছি এবং করবো সব সময়।
তিনি আরও বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয়, এটা মানুষের প্রতি দায়িত্ব ও ভালোবাসার জায়গা। আমি বিশ্বাস করি, শাপলা কলি প্রতীকের জয় মানেই হবে সাধারণ মানুষের জয়।
স্থানীয় নেতারা জানান, তরুণ নেতৃত্ব হিসেবে গাজী আরমান সাজিদের প্রার্থিতা এলাকায় নতুন আশার সঞ্চার করেছে। ইতোমধ্যে চান্দিনা জুড়ে তার পক্ষে ব্যাপক সাড়া পড়েছে তরুণ ভোটারদের মধ্যে।
আবু সাঈদ 









