Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১০:২৮ পি.এম

চান্দিনায় বীর মুক্তিযোদ্ধা কালী ভূষণ বকসী আর নেই; রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

কুমিল্লার চান্দিনা উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চান্দিনা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালী ভূষণ বকসী (৯৪) আর নেই। বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৬ টায় হারং বকসী বাড়িতে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। এছাড়া তিনি একজন শিক্ষানুরাগী এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি চান্দিনা উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী’র বড় ভাই এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কমল বকসীর পিতা। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই দিন বেলা ২টায় চান্দিনা থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। পরে পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ.এম.এ. লতিফ। এসময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা একেএম শামসুল হক মাস্টার, চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন, পৌর এলডিপি’র সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন- চান্দিনা উপজেলা প্রশাসন, জেলা পূজা উদ্যাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন