আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপির চান্দিনা উপজেলার প্রধান সমম্বয়কারী আবুল কাশেম অভি। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি কেন্দ্রীয় মূখ্য সমম্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমম্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্-এর হাত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা সদস্য গাজী আলাউদ্দিন, উপজেলা সিনিয়র যুগ্ম সমম্বয়ক আবুল বাশার, মাইজখার ইউনিয়ন প্রধান সমম্বয়কারী রোজেন ভূঁইয়া, বাতাঘাসি ইউনিয়ন প্রধান সমম্বয়কারী মাহফুজ আহমেদ, কেরণখাল ইউনিয়নের আব্দুল্লাহ আল মামুন, গল্লাই ইউনিয়নের ডা: মিজান, নবাবপুর ইউনিয়নের মো: হানিফ, আহত জুলাই যোদ্ধা ফয়েজ আলম, শাকিল আহমেদ, ছাত্রশক্তি নেতা মেহেদী হাসান সিয়াম, সাখাওয়াত শিকদার প্রমুখ। আবুল কাশেম অভি বলেন- সম্মানীত চান্দিনা বাসী, আপনারা দেখেছেন গত এক বছর আমরা চান্দিনার জন্য, চান্দিনাবাসীর কল্যাণের জন্য আমি আমার সহযোদ্ধাদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছি। আশাকরি চান্দিনাবাসী আমাদেরকে মনে রাখবেন, আমাদের তরুণদের দল এনসিপিকে সমর্থন দিবেন।