বেদনা ও ভালোবাসায় ভরা এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হলো কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই আবেদা নূর উচ্চ বিদ্যালয়। হেমন্তের রোদেলা দুপুরে ফুলে সজ্জিত গাড়িতে প্রিয় প্রধান শিক্ষককে বাড়ি পৌঁছে দেন তার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা—যেন এক অনন্য ভালোবাসার প্রতিচ্ছবি। বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষক মো. আলমগীর কবির সম্প্রতি ৩১ বছরের কর্মজীবন শেষে অবসরে যান। শনিবার (৮ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানানো হয়। শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য আবেগের মিলনমেলায়। অনুষ্ঠানের পর শিক্ষার্থীরা ফুলে মোড়ানো গাড়িতে প্রিয় শিক্ষককে তার বাড়ি পৌঁছে দেয়। বিদ্যালয়ের আকাশ-বাতাস ভরে ওঠে শ্রদ্ধা, ভালোবাসা ও বিদায়ের বেদনায়। ১৯৯৮ সালে মো. আলমগীর কবির গল্লাই আবেদা নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি মতলব আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। শিক্ষকতা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সহকর্মীদের ভাষায়, আলমগীর কবির শুধু একজন শিক্ষক নন, ছিলেন প্রেরণাদাতা ও আদর্শবান দিকনির্দেশক। তিনি প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করেছেন। অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষক মো. আলমগীর কবির বলেন, “শিক্ষার্থীদের আমি কখনো শুধু ছাত্র হিসেবে দেখিনি, বরং নিজের সন্তানের মতোই ভালোবেসেছি ও শাসন করেছি। সহকর্মীরাও আমার পরিবারের সদস্য ছিলেন। আজ তাদের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়ে মনে হচ্ছে আমার শিক্ষকতা জীবন সার্থক হয়েছে।” বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান...