সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস
“যারা এ কাজ করেছে তারা বিএনপির আদর্শে বিশ্বাসী হতে পারে না।”

লাকসামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাবেক এমপির কন্যাসহ আহত ১৮

ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসাম উপজেলায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলাসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি, তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন: সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা, বিএনপি নেতা আব্দুর রহমান বাদল, দোলার অনুসারী জসিম উদ্দিন।

তাদেরসহ অন্যান্য আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোলাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজিয়া বিনতে আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়া সামিরা আজিম দোলা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছনগাঁও এলাকায় গণসংযোগে গেলে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আবুল কালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সামিরা আজিম দোলা বলেন, “ছনগাঁওয়ে আমাদের একটি মহিলা সমাবেশ ছিল। প্রতিপক্ষের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল, যাতে আমরা সেখানে না যাই। কিন্তু নেতাকর্মীদের অনুরোধে আমি উপস্থিত হই, তখনই হামলা হয়। অনেক নারীসহ আমার কর্মীরা আহত হয়েছেন। যারা এ হামলা করেছে, তারা বিএনপির আদর্শে বিশ্বাসী হতে পারে না।”

দোলার অনুসারী জসিম উদ্দিন বলেন, “আমার মাথা ফেটে গেছে। অন্তত ৫০ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে।”

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আবুল কালাম সমর্থক শাহ আলম বলেন, “আজকে আমাদের কোনো কর্মসূচি ছিল না। আমরা দলের মনোনয়ন পেয়েছি, ফলে বিশৃঙ্খলা করার কোনো কারণ নেই।”

See also  আবারও পেছাল বিপিএল

তিনি এ ঘটনায় প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

“যারা এ কাজ করেছে তারা বিএনপির আদর্শে বিশ্বাসী হতে পারে না।”

লাকসামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাবেক এমপির কন্যাসহ আহত ১৮

৯ নভেম্বর ২০২৫, ৫:৫২

কুমিল্লার লাকসাম উপজেলায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলাসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি, তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন: সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা, বিএনপি নেতা আব্দুর রহমান বাদল, দোলার অনুসারী জসিম উদ্দিন।

তাদেরসহ অন্যান্য আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোলাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজিয়া বিনতে আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়া সামিরা আজিম দোলা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছনগাঁও এলাকায় গণসংযোগে গেলে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আবুল কালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সামিরা আজিম দোলা বলেন, “ছনগাঁওয়ে আমাদের একটি মহিলা সমাবেশ ছিল। প্রতিপক্ষের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল, যাতে আমরা সেখানে না যাই। কিন্তু নেতাকর্মীদের অনুরোধে আমি উপস্থিত হই, তখনই হামলা হয়। অনেক নারীসহ আমার কর্মীরা আহত হয়েছেন। যারা এ হামলা করেছে, তারা বিএনপির আদর্শে বিশ্বাসী হতে পারে না।”

দোলার অনুসারী জসিম উদ্দিন বলেন, “আমার মাথা ফেটে গেছে। অন্তত ৫০ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে।”

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আবুল কালাম সমর্থক শাহ আলম বলেন, “আজকে আমাদের কোনো কর্মসূচি ছিল না। আমরা দলের মনোনয়ন পেয়েছি, ফলে বিশৃঙ্খলা করার কোনো কারণ নেই।”

See also  বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই

তিনি এ ঘটনায় প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।