Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৫:৩৮ পি.এম

কুমিল্লায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে ৪৫ জন আটক

রাষ্ট্রবিরোধী তৎপরতা, জননিরাপত্তা বিঘ্ন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কুমিল্লা জেলায় অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের একাধিক নেতা-কর্মী রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি জানান, সম্প্রতি একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পলাতক নেতারা বিদেশ থেকে অর্থ পাঠিয়ে দেশে সরকারের পতনের লক্ষ্যে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই অর্থের মাধ্যমে স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিকে ব্যবহার করে ভাড়াটে লোকজন দিয়ে গোপন সভা, হঠাৎ ঝটিকা মিছিল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির মতো কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। পুলিশ সুপার আরও জানান, শুক্রবার বিকেলে কুমিল্লার বিভিন্ন থানা এলাকা থেকে সংগৃহীত লোকজনকে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে এক মিনিটের ঝটিকা মিছিল করা হয়। এসব মিছিল হঠাৎ শুরু হয়ে দ্রুত শেষ হয়, যাতে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। অধিকাংশ অংশগ্রহণকারী মুখে মাস্ক ও রুমাল বেঁধে পরিচয় গোপন রাখে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিদেশি একাধিক আইডি থেকে মিছিলে অংশ নিতে উস্কানি ও অর্থের প্রলোভন দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের ভাষ্য অনুযায়ী, এই কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। এ প্রেক্ষিতে কুমিল্লা জুড়ে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কোতোয়ালি থানা উপদেষ্টা পাপন লাল (৫৫) দাউদকান্দি...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন