দেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন, একইসঙ্গে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। বুধবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মো. আসাদুজ্জামান বলেন, "আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কাছে নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে।" তিনি আরও জানান, নির্বাচনমুখী সিদ্ধান্তের কারণে তিনি অ্যাটর্নি জেনারেল পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় নিয়ে তীব্র সমালোচনা করেন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ তুলে মো. আসাদুজ্জামান বলেন, "এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একটি বিশেষ দলকে সুবিধা দিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা মনে করি, এই রায় থাকা উচিত নয়।" তিনি দাবি করেন, বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষায় এমন রায় দেশের গণতন্ত্রের জন্য হুমকি। তার মতে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মো. আসাদুজ্জামানের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একজন শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে তার এই সিদ্ধান্তকে অনেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।