
বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ। দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দেওয়ায় সোমবার (৩ নভেম্বর) রাতে তার সমর্থকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় শতাধিক নেতাকর্মী প্রথমে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং মিছিল নিয়ে আলেখারচর এলাকায় গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন দলের হয়ে তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করা হাজী ইয়াছিনকে উপেক্ষা করে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি অতীতে দলের কার্যক্রমে প্রায় নিষ্ক্রিয় ছিলেন। তাদের দাবি, এই সিদ্ধান্ত অযৌক্তিক ও দলীয় ত্যাগী নেতাদের প্রতি অবিচার।
বিক্ষোভকারীরা জানান, দুঃসময়ে হাজী ইয়াছিন সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। মামলা-মোকদ্দমায় আইনি সহায়তা, অসুস্থ কর্মীদের চিকিৎসা সহায়তা ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন সময়ে দলীয় কর্মীদের পাশে থেকে তিনি অনন্য ভূমিকা রেখেছেন।
একজন স্থানীয় নেতা বলেন, “হাজী ইয়াছিন শুধু একজন রাজনীতিক নন, তিনি কুমিল্লার জাতীয়তাবাদী রাজনীতির প্রতীক। তাকে মনোনয়ন না দেওয়া কুমিল্লার বিএনপি পরিবারে হতাশা সৃষ্টি করেছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী মহল ও আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে হাজী ইয়াছিনকে মনোনয়ন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার পেছনে ভূমিকা রেখেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও হাজী ইয়াছিনের সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই লিখেছেন—“আমার নেতা, আমার অহংকার—হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। তারা সতর্ক করে বলেন, দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ছালাউদ্দিন রিপন 









