Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ১০:৪৮ পি.এম

জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: . রেদোয়ান আহমেদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। তিনি বলেন, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলসমূহ ভিন্নমত, মতামত ও নোট অব ডিসেন্ট যুক্ত করে জাতীয় ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি রচনার প্রস্তাব দিয়েছে, যাতে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া যায়। এ প্রস্তাবে এলডিপিও একমত প্রকাশ করেছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. রেদোয়ান আহমেদ জানান, গত ১৭ অক্টোবর এলডিপি ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামায় স্বাক্ষর করে, কিন্তু স্বাক্ষরের আগে সনদের কোনো প্রিন্ট কপি সরবরাহ করা হয়নি। স্বাক্ষরের পর বাড়ি ফেরার পথে সদস্যদের হাতে সনদের ছাপানো কপি তুলে দেওয়া হয়। তিনি অভিযোগ করে বলেন, “এই সনদ যেই ঐক্যমত্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, বাস্তবে সেখানে বহু ক্ষেত্রে সেই ঐক্যমত্য প্রতিফলিত হয়নি। এসময় তিনি ঐক্যমত্য কমিশনের কিছু প্রস্তাবকে ‘আইনবহির্ভূত ও বিভ্রান্তিমূলক’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের কোনো প্রস্তাব বা আলোচনা হয়নি। এটি ঐক্যমত্য কমিশনের নিজস্ব ও ভিত্তিহীন প্রস্তাব। তিনি আরও বলেন, সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের এখতিয়ার কেবল জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত সীমিত। সংবিধান সংস্কার পরিষদ গঠন বা সেই বিষয়ে নির্বাচন আয়োজনের ক্ষমতা তাদের নেই। অথচ ঐক্যমত্য কমিশনের খসড়ায় বলা...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন