Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৮:৫০ পি.এম

বিএনপির নেতৃত্বেই পরবর্তী সরকার গঠিত হবে: ড. রেদোয়ান আহমেদ

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)’র মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটই পরবর্তী সরকার গঠন করবে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে চান্দিনা উপজেলার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে উপজেলা এলডিপি ও উপজেলা গণতান্ত্রিক যুবদলের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ড. রেদোয়ান আহমেদ বলেন, “বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ইসলামিক দলের জনপ্রিয়তা নিয়ে আলোচনা হলেও বাস্তবে তাদের ভোট ব্যাংক খুবই সীমিত। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে আলোচনা করে স্পষ্ট নির্দেশ দিয়েছেন— দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত, কোনো নেতাকর্মী যেন তা অমান্য না করে।” তিনি অভিযোগ করে বলেন, ঐকমত্য কমিশন দেশে ঐক্যের পরিবর্তে বিভেদ সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যে গৃহীত প্রস্তাবগুলো দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। কিন্তু পরবর্তীতে কমিশন নিজ উদ্যোগে আলোচনা-বহির্ভূত নানা বিষয় যুক্ত করেছে, যা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। বিএনপি এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে আপত্তি জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সংবিধানের মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে গণভোট অপরিহার্য। জনগণের ম্যান্ডেট ছাড়া এসব পরিবর্তন বৈধ হতে পারে না। গণভোটের মাধ্যমে অনুমোদন পেলে উচ্চ আদালতও সেটি বাতিল করতে পারবে না।” এলডিপি মহাসচিব আরও বলেন, “প্রধান উপদেষ্টার কোনো অধ্যাদেশ জারির এখতিয়ার নেই— এটি একমাত্র রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা। ১৭ জুলাই আমরা যে জুলাই সনদে...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন