Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৭:৩২ পি.এম

কুমিল্লায় ৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল, আটক ১২

কুমিল্লা নগরীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সেকেন্ডের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বৈষম্যবিরোধী মামলার আসামি ও পলাতক অবস্থায় থাকা ছাত্রলীগ-যুবলীগের ওই নেতাকর্মীরা নগরীর ঈদগাহ মাঠসংলগ্ন সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের গলি ও পার্কের সামনে এসে আকস্মিকভাবে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রায় ৩০ থেকে ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করেন। মিছিলটি ভিডিও করে তারা অনলাইনে আপলোড দেন এবং পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পর কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন— আকরাম হোসেন রকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান ওরফে বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) এবং গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই, কিন্তু তখন কেউ উপস্থিত ছিল না। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করা হয়েছে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন