বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সনদে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত না করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি-বেসরকারি অফিসে টাঙানোর বিধান বিলুপ্তির প্রস্তাব এবং সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদের সংশোধনী বাদ পড়ায় দলটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। বিএনপির অভিযোগের দুটি মূল দফা ১. শেখ মুজিবুর রহমানের ছবি সংক্রান্ত বিধান জাতীয় সনদের অনুচ্ছেদ ৪(ক)-তে সরকারি ও বেসরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বাধ্যবাধকতা বিলুপ্ত করার প্রস্তাব ছিল। বিএনপির দাবি, প্রায় সব রাজনৈতিক দল এ বিষয়ে সম্মতিপত্র দিলেও চূড়ান্ত সনদে তা অন্তর্ভুক্ত করা হয়নি। ২. সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ সংশোধনী পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব ছিল। বিএনপি বলছে, প্রায় সব রাজনৈতিক দল এ বিষয়ে সম্মতি দিলেও চূড়ান্ত সনদে তা বাদ দেওয়া হয়েছে। বিএনপির এই অভিযোগ জাতীয় সনদের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। দলটি মনে করছে, ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলোকে উপেক্ষা করে সনদে একতরফা সংশোধনী আনা হয়েছে, যা রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এই বিষয়ে এখনো নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি...