Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৫:৪৫ পি.এম

গাজায় ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। মঙ্গলবার রাতভর ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। এরমধ্যে ৩৫ জনই শিশু। খবর বার্তা সংস্থা আনাদোলুর। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল সামাজিকমাধ্যম ফেসবুকে বলেন, গাজা উপত্যকায় ১২ ঘন্টারও কম সময়ের মধ্যে ইসরাইলের ভয়াবহ হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ৩৫ জনই শিশু। তিনি বলেন, এই গণহত্যা মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই হচ্ছে। দুই বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের হত্যা করা বন্ধে তারা কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সংস্থা ওয়াফা গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ইসরাইলি সেনাবাহিনী গাজার উত্তরে ৩১ জন, মধ্যাঞ্চলে ৪২ জন এবং দক্ষিণ গাজা উপত্যকায় ১৮ জনকে হত্যা করেছে। হামলায় আহত হয়েছে বহু মানুষ। চিকিৎসকরা আনাদোলুকে জানিয়েছেন, ইসরাইলি হামলায় ঘরবাড়ি, বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়স্থল, যানবাহন, আশ্রয়কেন্দ্র এবং তথাকথিত ‘হলুদ রেখার’ ভিতরে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি মা ও তার সন্তান নিহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চলে, দেইর আল-বালাহতে একটি তাঁবুতে ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছেন। গাজা সিটির দক্ষিণাঞ্চলে, ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে দুইজন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। বুরেইজ শরণার্থী শিবিরে আশ্রয়কেন্দ্র পরিণত হওয়া একটি স্কুলে এবং একটি বাড়িতে ইসরেইলি বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকে। নুসেইরাত শরণার্থী শিবিরের বেশ...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন