Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১০:৩৯ পি.এম

বিপিএলে ফিরছে কুমিল্লা, নতুন দল নোয়াখালী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে ঘিরে জমে উঠেছে ফ্র্যাঞ্চাইজি দখলের লড়াই। এবারের আসরে ৬টি দলের জন্য আগ্রহ প্রকাশ করেছে মোট ১০টি প্রতিষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (EOI) আহ্বান করেছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল মঙ্গলবার, ২৮ অক্টোবর। এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত বিষয় হলো—ফিরে আসছে কুমিল্লা। গত আসরে রাজনৈতিক পরিবর্তনের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দেখা না গেলেও এবার ‘কুমিল্লা ফাইটার্স’ নামে মাঠে নামতে চায় এসএস গ্রুপ। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, নতুন চমক হিসেবে আসতে পারে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি। বিসিবি যে ১০টি সম্ভাব্য দলের তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে রয়েছে নোয়াখালী ও ময়মনসিংহ। যদিও ময়মনসিংহের জন্য কোনো প্রতিষ্ঠান আবেদন করেনি, নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজির জন্য আগ্রহ প্রকাশ করেছে বাংলামার্ক লিমিটেড। বিসিবি জানিয়েছে, মঙ্গলবার রাতেই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। বিপিএলে দল নিতে যা লাগবে প্রথম বছরে ফ্র্যাঞ্চাইজি ফি: ২ কোটি টাকা পরবর্তী বছরগুলোতে প্রতি বছর ১৫% হারে ফি বৃদ্ধি ৫ বছরে মোট ফি: প্রায় ১৩.৫ কোটি টাকা প্রতি আসরের আগে ৬ মাসের জন্য ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আগামী আসর থেকে ফ্র্যাঞ্চাইজিদের আয় থেকে ৩০% লভ্যাংশ শেয়ার করবে বিসিবি বিপিএলের নতুন আসরকে ঘিরে দলগুলোর প্রস্তুতি ও আগ্রহ ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। কুমিল্লার প্রত্যাবর্তন এবং নোয়াখালীর সম্ভাব্য অভিষেক নিয়ে এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন