কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রায় ৪ কোটিরও বেশি টাকা ও গচ্ছিত স্বর্ণ নিয়ে এক জুয়েলার্স মালিকের পলাতক হওয়ার অভিযোগ উঠেছে। প্রায় ১০ দিন ধরে তার দোকান ও বাড়ি বন্ধ রয়েছে। ঘটনাটি ঘটেছে জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজারে অবস্থিত পর্শীয়া জুয়েলার্সে। অভিযোগ অনুযায়ী, পর্শীয়া জুয়েলার্সের মালিক নারায়ণ কর্মকার (ডাকনাম প্রদীপ) দীর্ঘ ২০ বছর ধরে ওই বাজারে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে প্রতি ভরি ২ লাখ টাকার ওপরে ওঠায় তিনি গচ্ছিত স্বর্ণ ও সমিতির টাকা আত্মসাৎ করে ভারত পালানোর চেষ্টা করছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। কৈলাইন গ্রামের ছফিউল্লাহর ছেলে শরীফ বলেন, “আমি জিম্মাদার হয়ে তাকে ৪ লাখ টাকা ঋণ তুলে দিয়েছিলাম। পাশাপাশি স্ত্রীর ২ ভরি স্বর্ণ ও দৈনিক ৬০০ টাকা করে সমিতির জমা ছিলো। দুই বছরে ১২ লাখ টাকার মতো তিনি নিয়েছেন। এখন দোকান বন্ধ রেখে পালিয়েছেন। সরেজমিনে লক্ষ্মীপুর নতুন বাজারে গিয়ে দেখা যায়, পর্শীয়া জুয়েলার্স বন্ধ এবং দোকানের সাটার-কলাপসিবলে তালা ঝুলছে। স্থানীয়রা জানান, প্রায় ১০ দিন ধরে ব্যবসায়ী নারায়ণ কর্মকার গা-ঢাকা দিয়ে আছেন। বাড়িতেও কাউকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ও দুই সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণঘাট এলাকায় শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী বরুণ সাহা জানান, “আমরা মোট ৫১ জন দৈনিক সমিতির সদস্য ছিলাম। বৈশাখ থেকে সমিতি শুরু হয়ে চৈত্র মাসে টাকা ফেরত দিতো। আমার ১ লাখ ৪০ হাজার টাকা সে নিয়েছে। সবার টাকা নিয়েই সে উধাও...