Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১১:০০ পি.এম

একলাফে সোনার দাম কমলো সাড়ে ১০ হাজার টাকা

আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাস এবং স্থানীয় চাহিদা কমার প্রভাব পড়েছে দেশের সোনার বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন করে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৪৭৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে সোনার দাম। নতুন মূল্যবিধি আগামীকাল বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে। নতুন সোনার দাম বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী: ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা: ১,৯৩,৮০৯ টাকা ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা: ১,৮৫,০০৩ টাকা ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা: ১,৫৪,৫৭২ টাকা সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১,৩১,৬২৮ টাকা রুপার দাম অপরিবর্তিত সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের দামই বহাল থাকবে: ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা: ৪,২৪৬ টাকা ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা: ৪,০৪৭ টাকা ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপা: ৩,৪৭৬ টাকা সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা: ২,৬০১ টাকা বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। এতে ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আরও সময় লাগতে পারে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন