Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১১:০৫ পি.এম

চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ১৮ লাখ টাকার মাছ নিধন

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৮ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ অক্টোবর) দিনগত রাতে উপজেলার কেরনখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার অন্যান্য মাছচাষিরাও। ভুক্তভোগী জসিম উদ্দিন শান্ত দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নওয়াবগঞ্জ গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে তিনি ডুমুরিয়া গ্রামে ১৫০ শতাংশ জমি কিনে ২৪ শতকের একটি পুকুরে মাছ চাষ শুরু করেন। চলতি মৌসুমে তিনি কার্প, কাতলা, মৃগেল, তেলাপিয়া, গ্রাস কার্প ও পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন, যার বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। তিন মাস পর এসব মাছ বিক্রি করে আনুমানিক ২২ লাখ টাকা আয়ের প্রত্যাশা ছিল তার। জসিম উদ্দিনের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে পাশের জমির মালিক মোস্তফা কামালের আত্মীয় আ. হক ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। তিনি জানান, সোমবার ভোরে তার কর্মচারী কামাল ফোন করে জানায়, পুকুরে মাছ ভেসে উঠছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অধিকাংশ মাছ মারা গেছে এবং হাজার হাজার মাছ বিনষ্ট হয়েছে। ভুক্তভোগীর কর্মচারী কামাল জানান, ঘটনার আগের দিন বিকেলে সাইফুল, জুয়েল, সোহেল, ফারুক ও ফয়সাল নামের কয়েকজন এসে তাদের হুমকি দেয়। সন্ধ্যার আগে এক অপরিচিত ব্যক্তিকেও পুকুরপাড়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। ভোরে এসে দেখা যায়, পুকুরের সব মাছ ভেসে উঠেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আ. হক অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি বা...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন