
কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) তাদের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা সদরস্থ দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের বলেন, দল গঠনের প্রথম দিন থেকে আমাদের লক্ষ্য দেশের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। আজ ২০ বছরে দল অনেক অর্জন করেছে, তবে আমাদের দায়িত্ব এখানেই শেষ নয়। আমাদের কে দেশ গঠন করার লক্ষ্যে আরো পথ পাড়ি দিতে হবে।
পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক হাজী শাহ আলম, সহ-সভাপতি সামাদ কমিশনার ও সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক জামসেদ আহমেদ জাকি, পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক সভাপতি মোবারক হোসেন, পৌর গণতান্ত্রিক যুবদল সহ-সভাপতি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ এবং পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেনসহ অন্যান্য নেতারা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
আলোচনা শেষে সকল নেতা-কর্মী মিলিতভাবে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। শেষে কেক কেটে উদযাপন অনুষ্ঠানটি সমাপ্ত হয়। অনুষ্ঠানে উপস্থিতরা এলডিপি’র অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আশাবাদ প্রকাশ করেন।
অনলাইন ডেস্ক 









