Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৫:৩৭ পি.এম

মানবতার সেবায় ঐক্যবদ্ধ ডিপ্লোমা চিকিৎসক: চান্দিনায় মতবিনিময় ও কমিটি ঘোষণা

ডিপ্লোমা চিকিৎসকদের ঐক্য, কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কুমিল্লার চান্দিনায় “চান্দিনা সেবা সংস্থা” এর উদ্যোগে মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন চান্দিনা আল রাজি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ফারুক হোসেন মুন্সী (ইন্দ্রারচর) এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তালেব ভূইয়া রাসেল (হাড়িখোলা মেইলগেট)। দপ্তর সম্পাদক হয়েছেন কামরুল হাসান (সানা নগর) এবং কোষাধ্যক্ষ মোঃ বাচ্চু মিয়া (শ্রীমন্তপুর)। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন মোঃ দেলোয়ার হোসেন (ভোমরকান্দি), জসীমউদ্দিন ভুঁইয়া (লগড্ডা) ও মিজানুর রহমান (বরকইট)। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন (রসুলপুর) এবং সহ-সাংগঠনিক সম্পাদক মুসা বিন মাকসুদ (নবাবপুর)। সহ-দপ্তর সম্পাদক পদে রয়েছেন মোঃ ফয়েজুল্লাহ (শ্রীমন্তপুর), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পরিতোষ (আওধাতা), সহ-অর্থ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিঠু (ছয়ঘড়িয়া)। এ ছাড়া প্রচার সম্পাদক পদে রয়েছেন মোঃ মমিন (সুলতানপুর) এবং সহ-প্রচার সম্পাদক মোঃ আলীম (নূরিতলা)। ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আলাউদ্দিন (গল্লাই)। উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেলেন মোহাম্মদ নবী নেওয়াজ (আরিফপুর), মোঃ মহসিন (বাড়েরা), রতন চক্রবর্তী (চান্দিনা), মোঃ আজহারুল ইসলাম (হাড়িখোলা) এবং মোঃ মনিরুল ইসলাম (সানা নগর)।মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে নির্বাচিত হয়েছেন নিলুফা বেগম (বরকইট) ও সহ-সম্পাদিকা জেসমিন আক্তার (জাফরাবাদ)। এক নাম্বার সদস্য হিসেবে রয়েছেন মোঃ জসিম উদ্দিন (মনারটং, টামটা) ছাড়াও কাজী ইবনে সুলতান আলিফ, মানিক চন্দ্র পাল, জাহিদুল...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন