সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি চূড়ান্ত পর্যায়ে, শুল্ক কমাতে সম্মতি

দীর্ঘদিনের অচলাবস্থার পর যুক্তরাষ্ট্র ও ভারত দ্বিপাক্ষিক নতুন বাণিজ্যচুক্তি স্বাক্ষরের পথে অগ্রসর হয়েছে। ভারতীয় ব্যবসায়িক দৈনিক মিন্ট–এর প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্কহার ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৫–১৬ শতাংশে নামিয়ে আনতে পারে। প্রতিবেদনে জানানো হয়, জ্বালানি ও কৃষি খাত এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, চুক্তির অংশ হিসেবে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি হ্রাস করার প্রতিশ্রুতি দিতে পারে। পাশাপাশি, অ-জেনেটিকালি পরিবর্তিত ভুট্টা ও সোয়ামিল আমদানিতেও ভারত শিথিলতা আনতে আগ্রহী।

বিষয়টি নিয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে মঙ্গলবার টেলিফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে হওয়া কথোপকথনে মূলত বাণিজ্য ইস্যু নিয়েই আলোচনা হয়। ট্রাম্প জানান, আলোচনায় জ্বালানি–সংক্রান্ত বিষয়ও ছিল এবং মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করবে।

পরে এক্স–এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে ফোনকল ও দীপাবলির শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি লিখেন, আলোর উৎসবের এই সময়ে বিশ্বের দুই বৃহৎ গণতন্ত্র যেন আশার প্রতিচ্ছবি হয়ে থাকে এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেয়।

মিন্ট আরও জানায়, সম্ভাব্য এই চুক্তিতে শুল্কহার ও বাজারে প্রবেশাধিকারের পর্যায়ক্রমিক পর্যালোচনার একটি কাঠামো অন্তর্ভুক্ত থাকতে পারে। চলতি মাসেই আসিয়ান শীর্ষ সম্মেলনের মঞ্চ থেকে চূড়ান্ত চুক্তির ঘোষণা আসতে পারে বলে তারা ধারনা দিয়েছে।

সূত্র: এনডিটিভি

 

See also  মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি চূড়ান্ত পর্যায়ে, শুল্ক কমাতে সম্মতি

২৩ অক্টোবর ২০২৫, ১:১৫

দীর্ঘদিনের অচলাবস্থার পর যুক্তরাষ্ট্র ও ভারত দ্বিপাক্ষিক নতুন বাণিজ্যচুক্তি স্বাক্ষরের পথে অগ্রসর হয়েছে। ভারতীয় ব্যবসায়িক দৈনিক মিন্ট–এর প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্কহার ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৫–১৬ শতাংশে নামিয়ে আনতে পারে। প্রতিবেদনে জানানো হয়, জ্বালানি ও কৃষি খাত এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, চুক্তির অংশ হিসেবে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি হ্রাস করার প্রতিশ্রুতি দিতে পারে। পাশাপাশি, অ-জেনেটিকালি পরিবর্তিত ভুট্টা ও সোয়ামিল আমদানিতেও ভারত শিথিলতা আনতে আগ্রহী।

বিষয়টি নিয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে মঙ্গলবার টেলিফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে হওয়া কথোপকথনে মূলত বাণিজ্য ইস্যু নিয়েই আলোচনা হয়। ট্রাম্প জানান, আলোচনায় জ্বালানি–সংক্রান্ত বিষয়ও ছিল এবং মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করবে।

পরে এক্স–এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে ফোনকল ও দীপাবলির শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি লিখেন, আলোর উৎসবের এই সময়ে বিশ্বের দুই বৃহৎ গণতন্ত্র যেন আশার প্রতিচ্ছবি হয়ে থাকে এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেয়।

মিন্ট আরও জানায়, সম্ভাব্য এই চুক্তিতে শুল্কহার ও বাজারে প্রবেশাধিকারের পর্যায়ক্রমিক পর্যালোচনার একটি কাঠামো অন্তর্ভুক্ত থাকতে পারে। চলতি মাসেই আসিয়ান শীর্ষ সম্মেলনের মঞ্চ থেকে চূড়ান্ত চুক্তির ঘোষণা আসতে পারে বলে তারা ধারনা দিয়েছে।

সূত্র: এনডিটিভি

 

See also  হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫