মিরপুরের স্পিনবান্ধব উইকেটে সিরিজের প্রথম দুই ম্যাচে রান তুলতে হিমশিম খেয়েছিলেন ব্যাটাররা। তবে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেই চিত্র বদলে দিলেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। তাদের রেকর্ড গড়া উদ্বোধনী জুটিতে ভর করে বড় সংগ্রহের ভিত পেল বাংলাদেশ। যদিও মিডল অর্ডারের ব্যর্থতায় কাঙ্ক্ষিত তিনশ রানের গণ্ডি ছোঁয়া হয়নি। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। সৌম্য সরকার ৯১ এবং সাইফ হাসান ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১৭৬ রান, যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের অন্যতম সেরা পার্টনারশিপ। প্রথম দুই ম্যাচের মতো এবারও স্পিন দিয়েই আক্রমণ শুরু করে সফরকারীরা। তবে শুরুতেই আকিল হোসেনকে চাপে ফেলেন সাইফ হাসান, প্রথম ওভারেই দুটি চার মেরে জানান দেন আগ্রাসী মনোভাবের। এরপর সৌম্য সরকারও যোগ দেন রানের উৎসবে। মাত্র ৪৬ বলেই আসে উদ্বোধনী জুটির পঞ্চাশ। স্পিনে সুবিধা করতে না পেরে দশম ওভারে পেসার জাস্টিন গ্রেভসকে আক্রমণে আনেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ, তবে তিনিও ব্যর্থ হন। ৪৮ বলে ফিফটি পূর্ণ করেন সৌম্য, যা ওয়ানডেতে তার ১৪তম এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ অর্ধশতক। সাইফ হাসানও ৪৪ বলে নিজের প্রথম ওয়ানডে ফিফটি পূর্ণ করেন। দুজনই ছুটছিলেন সেঞ্চুরির দিকে, কিন্তু ২৬তম ওভারে রোস্টন চেজের বলে লং অনে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সাইফ। তার ব্যাট থেকে আসে ৭২ বলে ৮০ রান, যার মধ্যে ছিল ৬টি ছক্কা।...