Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৭:৫১ পি.এম

চান্দিনায় এলডিপি মহাসচিবের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে সভা

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে চান্দিনা উপজেলা সদরের দলীয় কার্যালয়ে পৌর এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই প্রতিবাদ সভার আয়োজন করেন। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমী সাম্প্রতিক এক বক্তব্যে ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় কটূক্তি করেছেন, যা চান্দিনার মানুষ কখনো গ্রহণ করবে না। বক্তারা ড. রেদোয়ান আহমেদের রাজনৈতিক অবদান তুলে ধরে বলেন, তিনি চান্দিনা থেকে চারবার সংসদ সদস্য এবং দুবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামোসহ সামগ্রিক উন্নয়নে তাঁর অবদান উলেখযোগ্য। তাছাড়া আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ২০ দলীয় জোটের যুগপৎ আন্দোলনে তিনি সবসময় রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমী প্রকৃতপক্ষে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ ব্যক্তি এবং স্বৈরাচারী শক্তির দোসর। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক মাস্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের। পৌর এলডিপির সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন — পৌর এলডিপির সিনিয়র সহ-সভাপতি আবদুস সামাদ কমিশনার, সহ-সভাপতি মনিরুল ইসলাম...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন