Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৮:৩৫ পি.এম

চান্দিনায় কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের “মানবতার দেয়াল” স্থাপন

কুমিল্লার চান্দিনা উপজেলার কেগলা এলাকায় মানবিক সহমর্মিতার এক অনন্য উদ্যোগ নিয়েছে ‘কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ’। সম্প্রতি নবাবপুর রোডের পাশে, কেগলা শাহী ঈদগাহের সামনে স্থাপন করা হয়েছে “মানবতার দেয়াল”, যেখানে সমাজের বিত্তবানরা তাদের অপ্রয়োজনীয় পোশাক রেখে যেতে পারবেন এবং প্রয়োজনমতো অসচ্ছলরা তা বিনা সংকোচে নিতে পারবেন। দেয়ালে লেখা আছে— “দিতে গর্ববোধ করবেন না, নিতে লজ্জাবোধ করবেন না।” পাশাপাশি বড় অক্ষরে বলা হয়েছে— “আপনার অপ্রয়োজনীয় জামাকাপড় এখানে রেখে যান, প্রয়োজনীয় জামাকাপড় এখান থেকে নিয়ে যান।” দেয়ালের হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে শার্ট, টি-শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, বোরকা সহ নানা ধরনের নতুন ও ব্যবহৃত পোশাক। পরিষদের সদস্যরা উদ্বোধনেই সেখানে নতুন পোশাক প্রদান করেছেন, যাতে সমাজের অন্যান্য মানুষও উৎসাহ পেয়ে তাদের অপ্রয়োজনীয় পোশাক রাখতে পারেন। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে গ্রামের কল্যাণ ও সামাজিক সম্প্রীতির জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন। যুব কমিটি সক্রিয়ভাবে কাজ করছে কিভাবে গ্রামটিকে একটি আদর্শ সমাজে পরিণত করা যায়। এছাড়া, প্রবাসীরা এই সমস্ত কার্যক্রমে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেল মিয়াজী (ইতালি প্রবাসী), বিচার কমিটির সভাপতি শাহজাহান, কেন্দ্রীয় সদস্য সোহাগ ও আরিফ হোসেন, যুব কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান দিদার, আইন বিষয়ক সম্পাদক মামুন হায়াত, সদস্য মেহরাফসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় সদস্যরা। স্থানীয়রা আশা করছেন, এই মানবতার দেয়াল অসচ্ছলদের জন্য একটি স্থায়ী সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন