সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

মুফতী কাসেমীর বক্তব্যে এলডিপির ক্ষোভ ড. রেদোয়ানকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির দাবি— ওই বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে প্রকাশ্যে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করা হয়েছে, যা রাজনৈতিক শিষ্ঠাচারের পরিপন্থী।

ঘটনা সূত্রে জানা যায়, চান্দিনার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুনবাজার ঈদগাহ মাঠে আয়োজিত ইসলামী আন্দোলনের এক সমাবেশে মুফতি কাসেমী বলেন, “চান্দিনা এলাকায় আমরা পরিচয় দিতে গেলে বলা হয়— ওই যে প্রথম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দুর্নীতিতে ধরা পড়ে খালেদা জিয়া বরখাস্ত করেছেন।” তাঁর এই বক্তব্যকে “মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর” উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে এলডিপি।

এলডিপির মতে, ১/১১-এর জরুরি সরকার আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছিল, ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধেও একই প্রেক্ষাপটে মামলা করা হয়। অথচ সেই সময় আওয়ামী লীগপন্থী রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা পরবর্তীতে সরকারিভাবে প্রত্যাহার করা হলেও বিরোধী নেতাদের মামলা বিচার প্রক্রিয়ায় ঝুলিয়ে রাখা হয়। ৫ আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এসব মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়।

এলডিপি আরও জানায়, গত ১৫ বছর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দলটি সক্রিয় ভূমিকা রেখে এসেছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ড. রেদোয়ান আহমেদ বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও নৈরাজ্যমূলক নির্বাচনী কারচুপির মাধ্যমে তার বিজয় “ছিনিয়ে নেওয়া” হয়েছে বলে দাবি দলটির। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তাঁর গাড়িবহরে একাধিকবার হামলা চালানো হয়; এমনকি আত্মরক্ষার্থে তাঁকে অস্ত্র ব্যবহার করতে হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

See also  বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই

দলটি আরও দাবি করে, যাত্রাবাড়ী, কদমতলী ও উত্তরাসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক আন্দোলনে এলডিপির চারজন নেতাকর্মী নিহত, চারজন স্থায়ী পঙ্গুত্ববরণ এবং অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন। আহত ও নিহতদের পরিবারকে দলীয়ভাবে সহায়তা করা হচ্ছে বলে জানানো হয়।

প্রতিবাদপত্রে এলডিপি বলেছে, “ড. রেদোয়ান আহমেদকে দুর্নীতিবাজ আখ্যা দেওয়া সম্পূর্ণ বানোয়াট। উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচারের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।” দলটি কাসেমীর এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

 

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

মুফতী কাসেমীর বক্তব্যে এলডিপির ক্ষোভ ড. রেদোয়ানকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

২১ অক্টোবর ২০২৫, ৮:১২

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির দাবি— ওই বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে প্রকাশ্যে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করা হয়েছে, যা রাজনৈতিক শিষ্ঠাচারের পরিপন্থী।

ঘটনা সূত্রে জানা যায়, চান্দিনার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুনবাজার ঈদগাহ মাঠে আয়োজিত ইসলামী আন্দোলনের এক সমাবেশে মুফতি কাসেমী বলেন, “চান্দিনা এলাকায় আমরা পরিচয় দিতে গেলে বলা হয়— ওই যে প্রথম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দুর্নীতিতে ধরা পড়ে খালেদা জিয়া বরখাস্ত করেছেন।” তাঁর এই বক্তব্যকে “মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর” উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে এলডিপি।

এলডিপির মতে, ১/১১-এর জরুরি সরকার আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছিল, ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধেও একই প্রেক্ষাপটে মামলা করা হয়। অথচ সেই সময় আওয়ামী লীগপন্থী রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা পরবর্তীতে সরকারিভাবে প্রত্যাহার করা হলেও বিরোধী নেতাদের মামলা বিচার প্রক্রিয়ায় ঝুলিয়ে রাখা হয়। ৫ আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এসব মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়।

এলডিপি আরও জানায়, গত ১৫ বছর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দলটি সক্রিয় ভূমিকা রেখে এসেছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ড. রেদোয়ান আহমেদ বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও নৈরাজ্যমূলক নির্বাচনী কারচুপির মাধ্যমে তার বিজয় “ছিনিয়ে নেওয়া” হয়েছে বলে দাবি দলটির। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তাঁর গাড়িবহরে একাধিকবার হামলা চালানো হয়; এমনকি আত্মরক্ষার্থে তাঁকে অস্ত্র ব্যবহার করতে হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

See also  এলডিপি থেকে সদ্য বহিষ্কৃত নেতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ, থানায় একাধিক মামলা দায়ের

দলটি আরও দাবি করে, যাত্রাবাড়ী, কদমতলী ও উত্তরাসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক আন্দোলনে এলডিপির চারজন নেতাকর্মী নিহত, চারজন স্থায়ী পঙ্গুত্ববরণ এবং অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন। আহত ও নিহতদের পরিবারকে দলীয়ভাবে সহায়তা করা হচ্ছে বলে জানানো হয়।

প্রতিবাদপত্রে এলডিপি বলেছে, “ড. রেদোয়ান আহমেদকে দুর্নীতিবাজ আখ্যা দেওয়া সম্পূর্ণ বানোয়াট। উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচারের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।” দলটি কাসেমীর এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।