সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

১৫ শতাংশ বাড়িভাড়ায় অর্থ মন্ত্রণালয়ের সম্মতি আন্দোলন শিগগির স্থগিতের ইঙ্গিত

টানা আন্দোলনের প্রেক্ষাপটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ১৫ শতাংশ হারে (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়িভাতা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি দেওয়ার বিষয়টি মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নিশ্চিত হয়। এতে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দিনের শুরুতে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে বাড়িভাতা সংক্রান্ত প্রস্তাবে উভয়পক্ষের মধ্যে ঐক্যমত হয়। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা চিঠিতে ১৫ শতাংশ বাড়িভাতা অনুমোদনের কথা জানিয়ে আগের (১৬ অক্টোবরের) সম্মতিপত্রটি বাতিল ঘোষণা করা হয়। চিঠিটি স্বাক্ষর করেন বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা।

দশ দিন ধরে চলমান আন্দোলনে শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ হারে বাড়িভাতা দাবি জানিয়ে আসছিলেন। তবে ১৫ শতাংশ মঞ্জুর হওয়াকে তারা ‘বাস্তবিক প্রেক্ষাপটে অর্জিত সাফল্য’ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন একাধিক শিক্ষক নেতা। তারা জানান, সার্বিক অবস্থার বিবেচনায় আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে।

সচিবালয় ত্যাগের পর শিক্ষক নেতারা শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনায় বসেন। বৈঠক শেষে তারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানা গেছে। আন্দোলন সংশ্লিষ্ট দুইজন নেতা জানান, আজ দুপুরেই আন্দোলন স্থগিত ঘোষণা দেওয়া হতে পারে, তবে সেখানে কিছু শর্ত যুক্ত থাকতে পারে। স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হলে শিক্ষকরা আজই ঢাকা ছাড়বেন এবং আগামীকাল বুধবার থেকে নিয়মিত ক্লাস পরিচালনায় যোগ দেবেন।

 

See also  হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
Tag :

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

১৫ শতাংশ বাড়িভাড়ায় অর্থ মন্ত্রণালয়ের সম্মতি আন্দোলন শিগগির স্থগিতের ইঙ্গিত

২১ অক্টোবর ২০২৫, ১:৪৮

টানা আন্দোলনের প্রেক্ষাপটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ১৫ শতাংশ হারে (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়িভাতা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি দেওয়ার বিষয়টি মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নিশ্চিত হয়। এতে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দিনের শুরুতে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে বাড়িভাতা সংক্রান্ত প্রস্তাবে উভয়পক্ষের মধ্যে ঐক্যমত হয়। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা চিঠিতে ১৫ শতাংশ বাড়িভাতা অনুমোদনের কথা জানিয়ে আগের (১৬ অক্টোবরের) সম্মতিপত্রটি বাতিল ঘোষণা করা হয়। চিঠিটি স্বাক্ষর করেন বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা।

দশ দিন ধরে চলমান আন্দোলনে শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ হারে বাড়িভাতা দাবি জানিয়ে আসছিলেন। তবে ১৫ শতাংশ মঞ্জুর হওয়াকে তারা ‘বাস্তবিক প্রেক্ষাপটে অর্জিত সাফল্য’ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন একাধিক শিক্ষক নেতা। তারা জানান, সার্বিক অবস্থার বিবেচনায় আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে।

সচিবালয় ত্যাগের পর শিক্ষক নেতারা শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনায় বসেন। বৈঠক শেষে তারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানা গেছে। আন্দোলন সংশ্লিষ্ট দুইজন নেতা জানান, আজ দুপুরেই আন্দোলন স্থগিত ঘোষণা দেওয়া হতে পারে, তবে সেখানে কিছু শর্ত যুক্ত থাকতে পারে। স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হলে শিক্ষকরা আজই ঢাকা ছাড়বেন এবং আগামীকাল বুধবার থেকে নিয়মিত ক্লাস পরিচালনায় যোগ দেবেন।

 

See also  বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই