Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৮:১২ পি.এম

মুফতী কাসেমীর বক্তব্যে এলডিপির ক্ষোভ ড. রেদোয়ানকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির দাবি— ওই বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে প্রকাশ্যে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করা হয়েছে, যা রাজনৈতিক শিষ্ঠাচারের পরিপন্থী। ঘটনা সূত্রে জানা যায়, চান্দিনার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুনবাজার ঈদগাহ মাঠে আয়োজিত ইসলামী আন্দোলনের এক সমাবেশে মুফতি কাসেমী বলেন, “চান্দিনা এলাকায় আমরা পরিচয় দিতে গেলে বলা হয়— ওই যে প্রথম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দুর্নীতিতে ধরা পড়ে খালেদা জিয়া বরখাস্ত করেছেন।” তাঁর এই বক্তব্যকে “মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর” উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে এলডিপি। এলডিপির মতে, ১/১১-এর জরুরি সরকার আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছিল, ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধেও একই প্রেক্ষাপটে মামলা করা হয়। অথচ সেই সময় আওয়ামী লীগপন্থী রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা পরবর্তীতে সরকারিভাবে প্রত্যাহার করা হলেও বিরোধী নেতাদের মামলা বিচার প্রক্রিয়ায় ঝুলিয়ে রাখা হয়। ৫ আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এসব মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়। এলডিপি আরও জানায়, গত ১৫ বছর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দলটি সক্রিয় ভূমিকা রেখে এসেছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ড. রেদোয়ান আহমেদ...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন