সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত, ই-গেট চালু এক সপ্তাহের মধ্যেই

ছবি: সংগৃহীত

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হচ্ছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই-গেট চালু করে দেওয়া হবে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

উপদেষ্টা জানান, এখন থেকে প্রবাসী কর্মীদের (রেমিট্যান্স যোদ্ধা) পাসপোর্ট ফি সাধারণ নাগরিকদের সমান হবে। তিনি বলেন, “আমরা সব সময় রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানের কথা বলি, কিন্তু বাস্তবে তারা সে সম্মান পান না। তাই আপাতত তাদের পাসপোর্ট ফি কমিয়ে দেওয়া হচ্ছে। কতটুকু কমানো হবে, তা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “ই-পাসপোর্টধারীরা শিগগিরই ই-গেট ব্যবহার করতে পারবেন। ই-গেট ইতোমধ্যে ইনস্টল হয়ে গেছে এবং আশা করছি এক সপ্তাহের মধ্যেই এটি চালু করা যাবে। এতে করে যাত্রীরা দ্রুত ও ঝামেলাবিহীনভাবে ইমিগ্রেশন পার করতে পারবেন।

প্রবাসীদের যাত্রা আরো স্বাচ্ছন্দ্যময় করতে বিমানসেবার মান উন্নয়নের কথাও জানান তিনি। বলেন, “প্রবাসীরা যেন বিমানে এবং বিমানবন্দরে উন্নত সার্ভিস পান, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। বিমান ভাড়া কমানো সম্ভব কি না—তা নিয়েও চিন্তাভাবনা চলছে। যেহেতু এটি একটি কমার্শিয়াল ইস্যু এবং প্রতিযোগিতার বিষয়, তাই বিমান সংস্থাগুলো লাভজনক অবস্থান বিবেচনায় সুবিধা দেওয়ার চেষ্টা করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে সব প্রবাসীর ই-পাসপোর্ট চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা দ্রুত ও সহজে সরকারি বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, কোর কমিটির আজকের বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাগুলো এবং প্রবাসীদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

See also  আবারো ভূমিকম্পে কাঁপলো দেশ

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত, ই-গেট চালু এক সপ্তাহের মধ্যেই

২০ অক্টোবর ২০২৫, ১০:১০

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হচ্ছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই-গেট চালু করে দেওয়া হবে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

উপদেষ্টা জানান, এখন থেকে প্রবাসী কর্মীদের (রেমিট্যান্স যোদ্ধা) পাসপোর্ট ফি সাধারণ নাগরিকদের সমান হবে। তিনি বলেন, “আমরা সব সময় রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানের কথা বলি, কিন্তু বাস্তবে তারা সে সম্মান পান না। তাই আপাতত তাদের পাসপোর্ট ফি কমিয়ে দেওয়া হচ্ছে। কতটুকু কমানো হবে, তা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “ই-পাসপোর্টধারীরা শিগগিরই ই-গেট ব্যবহার করতে পারবেন। ই-গেট ইতোমধ্যে ইনস্টল হয়ে গেছে এবং আশা করছি এক সপ্তাহের মধ্যেই এটি চালু করা যাবে। এতে করে যাত্রীরা দ্রুত ও ঝামেলাবিহীনভাবে ইমিগ্রেশন পার করতে পারবেন।

প্রবাসীদের যাত্রা আরো স্বাচ্ছন্দ্যময় করতে বিমানসেবার মান উন্নয়নের কথাও জানান তিনি। বলেন, “প্রবাসীরা যেন বিমানে এবং বিমানবন্দরে উন্নত সার্ভিস পান, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। বিমান ভাড়া কমানো সম্ভব কি না—তা নিয়েও চিন্তাভাবনা চলছে। যেহেতু এটি একটি কমার্শিয়াল ইস্যু এবং প্রতিযোগিতার বিষয়, তাই বিমান সংস্থাগুলো লাভজনক অবস্থান বিবেচনায় সুবিধা দেওয়ার চেষ্টা করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে সব প্রবাসীর ই-পাসপোর্ট চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা দ্রুত ও সহজে সরকারি বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, কোর কমিটির আজকের বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাগুলো এবং প্রবাসীদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

See also  এলডিপি থেকে সদ্য বহিষ্কৃত নেতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ, থানায় একাধিক মামলা দায়ের