Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১০:১৮ পি.এম

লন্ডনে কারাতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন কুমিল্লার মাহিন

আন্তর্জাতিক কারাতে অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে আনতে যাচ্ছেন কুমিল্লার কারাতে অ্যাথলেট মোফাজ্জল মাহিন চৌধুরী। আগামী ১ ও ২ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫-এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন তিনি। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে দ্য রয়েল কারাতে-দো অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল মাহিন চৌধুরী বলেন, “লন্ডনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এই কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ আমার জন্য যেমন গর্বের, তেমনি অনেক বড় দায়িত্বেরও। আমাকে নির্বাচিত করায় আয়োজক ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ।” তিনি আরও জানান, এর আগে ভারতের এশিয়ান চ্যাম্পিয়নশিপসহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। তার ঝুলিতে রয়েছে ১২টি আন্তর্জাতিক স্বর্ণপদক ছাড়াও জাতীয় ও আন্তঃজেলা পর্যায়ের বহু পদক। প্রতিযোগিতায় বিশ্বের ১৬টি দেশের ৭০০-এর অধিক খেলোয়াড় অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দ্য রয়েল কারাতে-দো অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক একরামুল হক, সহকারী যুগ্ম সম্পাদক কাউসার আকাশসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। মাহিনের এই অংশগ্রহণ কেবল তার নিজ শহর কুমিল্লার জন্যই নয়, বরং বাংলাদেশের কারাতে অঙ্গনের জন্যও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। জাহিদ পাটোয়ারী

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন