Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ২:০১ পি.এম

জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা : রুহুল কবির রিজভী

কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে সোমবার (২০ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জুলাই আন্দোলনে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত শেষে বলেন, “শহীদ শব্দটি শুধুমাত্র একজন ব্যক্তির প্রাণ উৎসর্গকে বোঝায় না, এটি একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার অঙ্গীকারও বোঝায়। যে আত্মত্যাগে একটি রাষ্ট্র নতজানু অবস্থা থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে, তার অন্যতম উদাহরণ ইমাম হোসেন তায়িম। রিজভী বলেন, “৭১-এর মুক্তিযুদ্ধের শহীদরা যেমন আমাদের জন্য উদাহরণ, ঠিক তেমনি ২০২৪-এর জুলাই আন্দোলনের শহীদরাও মুক্তিকামী। তারা কোনো জমি দখল বা গ্রামের সঙ্গে মারামারি করার জন্য নয়, বরং দেশের জন্য, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। এটি আমাদের প্রতিদিন স্মরণ রাখতে হবে। তিনি তায়িমের মাকে উদ্দেশ্য করে বলেন, “জুলাই আন্দোলনে তায়িম তার পরিবারের কথা না ভেবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সন্তান ঘর থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। এই সন্তানহারা মা আজও শোক নিয়েই বেঁচে আছেন। আমাদের দায়িত্ব হলো তায়িমদের আত্মত্যাগ কখনো ভুলে না যাওয়া। ওই সময় জিয়ারত ও সমবেদনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, কুমিল্লা উত্তর জেলা...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন