Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ১:৪২ এ.এম

চান্দিনায় সেনাবাহিনীর পৃথক অভিযানে অস্ত্র, মাদক ও নগদ টাকা সহ আটক ২

কুমিল্লার চান্দিনা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে পৃথক ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের পোঁনসাই গ্রামের আব্দুল মালেকের ছেলে শাহ পরান ও অম্বরপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে নাছির। সেনা ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা যায়- বুধবার (১৫ অক্টোবর) দিনগত রাতে ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী শাহ পরান কে আটক করা হয়। এসময় তার আস্তানা থেকে ০১টি দা, ০৩টি সুইচ ছুরি ও ০১টি লোহার রড উদ্ধার করা হয়। অপরদিকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছিরকে আটক করে। এসময় তার বাসা তল্লাশি করে ৬৮ পিস ইয়াবা, ০১ টি সুইচ ছুড়ি, ০১ টি ছোড়া, ০১ টি লাঠি ও নগদ ৬,৩৯০ টাকা উদ্ধার করা হয়। এরপর আটককৃতদের চান্দিনা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন