Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ৬:৪৫ পি.এম

লালবাগ কেল্লায় ঐতিহ্যের ছোঁয়ায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন

ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত এক মনোমুগ্ধকর আয়োজনে উন্মোচন করা হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অফিসিয়াল ট্রফি। শুক্রবার পরী বিবির মাজারের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক—বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্রফি উন্মোচন অনুষ্ঠান ক্রিকেট সিরিজের সূচনাতেই এক ভিন্ন মাত্রা যোগ করেছে। আয়োজকদের মতে, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। লালবাগ কেল্লা, যা মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন হিসেবে পরিচিত, এই আয়োজনের জন্য ছিল এক নিখুঁত পটভূমি। ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য ও গুরুত্বের সঙ্গে ক্রিকেটের আবেগের সংমিশ্রণ দর্শকদের কাছে এক নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল, ১৮ অক্টোবর, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সাজানো এই আয়োজন নিঃসন্দেহে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়কে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন