চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই পশ্চিমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাড়ায় সিএনজি চালক মো. মতিন (৩৮) সম্পূর্ণ নিঃস্ব হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার বসতঘরসহ আসবাবপত্র, পোশাক ও গৃহস্থালির সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ ঘরে আগুন লাগে। আগুন মুহূর্তেই ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সব কিছু পুড়ে যায়। কান্নাজড়িত কণ্ঠে মতিন জানান, “রাতের কোনো একসময় ঘুমের মধ্যেই হঠাৎ আগুনের আলো দেখতে পাই। প্রাণে বেঁচে গেলেও চোখের সামনে দীর্ঘদিনের পরিশ্রমে গড়া সংসারটি মুহূর্তে ছাই হয়ে যায়। প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন পরিবার নিয়ে কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। স্থানীয়রা জানান, মতিন একজন পরিশ্রমী সিএনজি চালক। প্রতিদিন ভাড়া চালিয়ে যা আয় করেন, তা দিয়েই সংসার চালান। হঠাৎ এমন দুর্ঘটনায় তার পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে। এদিকে এলাকাবাসী দ্রুত প্রশাসন ও সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত মতিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।