কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভূতপূর্ব মোটরসাইকেল শোভাযাত্রা করেছে কুমিল্লার তরুণরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে অবস্থিত হোটেল নূরজাহানের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। জুমার নামাজের পর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে তরুণরা মোটরসাইকেল নিয়ে পদুয়ারবাজার এলাকায় জড়ো হতে থাকেন। অল্প সময়ের মধ্যেই মহাসড়কের ওই অংশটি কয়েক হাজার মোটরসাইকেল আরোহীর মিলনমেলায় পরিণত হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া তরুণদের কণ্ঠে তখন একটাই স্লোগান— “দাবি মোদের একটাই, কুমিল্লার নামে বিভাগ চাই।” শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে-বুকে ছিল জাতীয় পতাকা, কারও মুখে দেশপ্রেমের আহ্বান। রঙিন সাজে সজ্জিত বাইক নিয়ে তারা মহাসড়কজুড়ে তৈরি করেন উৎসবমুখর পরিবেশ। স্থানীয় দোকানপাটের সামনে দাঁড়িয়ে অনেকে এই উদ্যোগকে স্বাগত জানান ও কুমিল্লার নামে বিভাগের দাবিতে সংহতি প্রকাশ করেন। শোভাযাত্রায় অংশ নেওয়া ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন ও নূর মোহাম্মদ মজুমদার বলেন- প্রাচীন সমতট সভ্যতার রাজধানী ছিল কুমিল্লা। ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে কুমিল্লা এক অনন্য অঞ্চল। বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। তাই প্রশাসনিক দিক থেকেও কুমিল্লা বিভাগের দাবি যৌক্তিক। এখনই সময় কুমিল্লাকে তার প্রাপ্য মর্যাদা দেওয়ার। স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা চলছে। শুক্রবারের শোভাযাত্রা সেই দাবিকে নতুন করে শক্তিশালী করেছে।