Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১০:০২ পি.এম

চরমোনাই পীরের দলকে নিষিদ্ধের দাবি এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, স্বৈরাচারের দোসরদের জন্য তৃতীয় কোনো আইন বা নীতি হতে পারে না। তিনি চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বৈরাচারী শক্তির সহযোগী আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে উপজেলা গণতান্ত্রিক যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। বক্তব্যে ড. রেদোয়ান আহমেদ বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের সহযোগী হিসেবে কাজ করেছে। এরা জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের পৃষ্ঠপোষক ছিল। যারা এক সময় স্বৈরাচারের সঙ্গী ছিল, তাদের জন্য এখন কোনো আলাদা নীতি হতে পারে না। তিনি আরও বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে ২৬টি রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন ধরে স্বৈরাচারকে সহায়তা করেছে। এর মধ্যে ১৪ দল, জাতীয় পার্টির বিভিন্ন গ্রুপ এবং চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও রয়েছে। তারা সবাই এক সময় স্বৈরাচারের দোসর ছিল। এখন আবার তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে, যা আসলে ভণ্ডামি ছাড়া কিছুই নয়। তিনি আহ্বান জানিয়ে বলেন, “যদি জাতীয় পার্টি ও আওয়ামী লীগসহ ১৪ দলকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়, তাহলে একইভাবে চরমোনাই পীর ও তার দলকেও রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। সম্মেলনে উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন