৪০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত চান্দিনা পৌরসভা ভবনের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগে তদন্ত শেষে খুলে ফেলা হয়েছে নবনির্মিত স্টিলের গেইট ও সীমানা প্রাচীরের এসএস গ্রীল। সম্প্রতি ইনকিলাব অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের পর বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসে এবং তারা দ্রুত তদন্তে নামে। গত ১১ অক্টোবর সন্ধ্যায় “চান্দিনা পৌর ভবনের উন্নয়নকাজে ফাঁকফোকর! ৪০ লাখ টাকার প্রকল্পে মানহীন সামগ্রী, ‘ওয়ার্কশপের’ দোষ দিচ্ছেন ঠিকাদার” শিরোনামে প্রকাশিত সংবাদে প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলা হয়। সংবাদটি প্রকাশের পর স্থানীয় বাসিন্দা মো. আসাদুজ্জামান দুলাল লিখিত অভিযোগ করেন, যা পৌর কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে। তদন্তে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নজরুল এন্টারপ্রাইজ প্রকল্পটি বাস্তবায়ন করে। প্রকল্প সিডিউল অনুযায়ী গেইট ও গ্রীল নির্মাণে ১.৫ মিলিমিটার পুরুত্ববিশিষ্ট স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ ব্যবহারের কথা থাকলেও বাস্তবে ব্যবহার করা হয় ১ মিলিমিটার পুরুত্বের পাইপ। অথচ ১.৫ মিমি এসএস পাইপের জন্য বরাদ্দ ছিল ১৬ লাখ টাকা। তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় গত ১৪ ও ১৫ অক্টোবর দুই দিনের মধ্যে গেইট ও গ্রীল খুলে ফেলা হয়। চান্দিনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজ্জাত হাসান বলেন, “অভিযোগ ও সংবাদটি আমাদের নজরে আসার পর তদন্ত করে আমরা অনিয়মের সত্যতা পাই। কাজের মানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নই। ঠিকাদারকে নির্দেশ দেওয়ার পর তারা নিজেরাই গেইট ও গ্রীল খুলে নেয়।” পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি...