Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৯:৩১ পি.এম

শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের কাজ নয়”—কড়া হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রবিবার বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে একাত্মতা জানাতে গিয়ে তিনি বলেন, “রাস্তায় ফেলে শিক্ষককে মারবেন—এভাবে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। এ ধরনের কাজ কোনো সভ্য সরকারও করতে পারে না। তিনি বলেন, “যারা শিক্ষকদের ওপর এই হীন কাজটি করেছে, তাদের অবিলম্বে ক্ষমা চাইতে হবে। আর যেসব শিক্ষককে গ্রেফতার করা হয়েছে, তাদের সূর্য ডোবার আগেই মুক্তি দিতে হবে। শিক্ষকদের জীবনযাত্রা নিয়ে হতাশা প্রকাশ করে এনসিপি নেতা আরও বলেন, “আমাদের দেশের শিক্ষকরা আজ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মতো জীবনযাপন করছেন। অথচ তাদের কাছ থেকেই আমরা প্রথম শ্রেণির নাগরিক তৈরি করার প্রত্যাশা করি—এ এক ভয়ংকর বৈপরীত্য। হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করে আরও বলেন, “যে শিক্ষকরা সমাজে আদর্শ ও সততার প্রতীক হিসেবে বিবেচিত, তাদের মাস শেষে মাত্র ১২ থেকে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হয়। এই অপ্রতুল বেতনে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি ও অবিলম্বে গ্রেফতার শিক্ষকদের মুক্তির দাবি জানান।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন