Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ১:২২ পি.এম

কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করলে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলার সর্বস্তরের জনগণ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে ‘বৃহত্তর কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে অংশ নেন হাজারো কুমিল্লাবাসী। সমাবেশস্থলজুড়ে ছিল মানুষের ঢল ও কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে মুখরিত নানা স্লোগান। বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের ঐতিহ্যবাহী রাজধানী ছিল কুমিল্লা। স্বাধীনতা, সংস্কৃতি ও শিক্ষায় অগ্রগামী এ জেলা দীর্ঘদিন ধরেই প্রশাসনিক উন্নয়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। অথচ যখনই কুমিল্লাকে বিভাগ ঘোষণার সম্ভাবনা দেখা দেয়, তখনই নানা মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। বক্তারা আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে হবে। তা না হলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতদিন কুমিল্লা বিভাগ ঘোষণা না হবে, ততদিন এই আন্দোলন চলবে। সংগঠনের সভাপতি টিপু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। বক্তারা দাবি জানান—কুমিল্লার ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক গুরুত্বের স্বীকৃতি হিসেবে অবিলম্বে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে হবে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন