দেশের বিভিন্ন অঞ্চলে আলুর দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন কৃষকরা। বাজারে এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬১ শতাংশ কম। টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) তথ্য অনুযায়ী, গত বছর এ সময়ে আলুর দাম ছিল মানভেদে ৫০ থেকে ৬০ টাকা কেজি। সরকারি ঘোষণায় আশার পরও কার্যকর হয়নি পদক্ষেপ; কৃষকদের স্বার্থরক্ষায় সরকার গত ২৭ আগস্ট ৫০ হাজার টন আলু কেনার ঘোষণা দেয় এবং কোল্ড স্টোরেজ গেটে ন্যূনতম বিক্রয়মূল্য নির্ধারণ করে ২২ টাকা। কিন্তু ব্যবসায়ীরা অভিযোগ করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে এখনো ১০ থেকে ১২ লাখ টন আলু অবিক্রিত অবস্থায় পড়ে আছে, অথচ বিক্রির জন্য সময় বাকি মাত্র দুই মাস। বাজারে সরবরাহ বেশি, চাহিদা কম- রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা আব্দুল কাদের জানান, রাজশাহীর ভালো মানের আলু পাইকারি বিক্রি হচ্ছে ১৫ টাকায়, খুচরায় ১৮ থেকে ২০ টাকায়। তিনি বলেন, রংপুর ও বগুড়ার আলু কেজিপ্রতি ১৪ টাকার কিছু বেশি দরে কিনে ১৬ থেকে ২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে মুন্সীগঞ্জের আলু পাওয়া যাচ্ছে ৮ থেকে ৯ টাকায়, যা সাধারণত রেস্টুরেন্ট ব্যবসায়ীরা কিনছেন। একই বাজারের আড়তদার বুরহান বলেন, “চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি। যেখানে এক ট্রাক আলুর দরকার, সেখানে দোকানের সামনে অপেক্ষা করছে দুই-তিন ট্রাক। আরেক আড়তদার আলী হোসেন জানান, “বগুড়া, রাজশাহী...