এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে এক রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তে হেরে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত এই ম্যাচে দুই দল মিলে মোট সাতটি গোল করে, যেখানে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে পরাজিত হয়। ম্যাচের শুরুতেই দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মিনিটে হংকংয়ের এভারটন কামারগো গোল করে ম্যাচে সমতা ফেরান। ১-১ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই হংকং দ্রুত দুটি গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। তবে হাল ছাড়েনি লাল-সবুজের প্রতিনিধিরা। সমিত সোম ও মোরসালিনের পরপর দুটি গোলে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। এক মিনিটের আনন্দ, তারপর নিস্তব্ধতা সমতা ফেরানোর পর গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দর্শকরা এক পয়েন্ট নিশ্চিতের আনন্দে মেতে ওঠে। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। ম্যাচের শেষ মুহূর্তে হংকংয়ের রাফায়েল মার্কিস গোল করে দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন। এরপরই কুয়েতি রেফারি সওদ আলসামহান শেষ বাঁশি বাজান, আর বাংলাদেশকে নিতে হয় হতাশাজনক বিদায়। ম্যাচটি ছিল নাটকীয়তা ও আবেগে ভরপুর, যেখানে শেষ হাসি হাসে হংকং।