Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৪:৪৮ পি.এম

শাকিব খানের ‘সোলজার’ টিজারে নতুন চমক, দর্শকদের উচ্ছ্বাসে মুখর সোশ্যাল মিডিয়া

বাংলা চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করতে আসছে মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম টিজার, যা মাত্র ৩৩ সেকেন্ডের হলেও ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। টিজারে দেশপ্রেম, অ্যাকশন ও নতুন শাকিব, টিজারটি শুরু হয় ঘড়ির কাঁটার দৃশ্য দিয়ে, যার পটভূমিতে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা এবং একটি সামরিক হেলিকপ্টার। এরপর একের পর এক অ্যাকশন দৃশ্যের মধ্য দিয়ে দর্শক দেখতে পান শাকিব খানের একেবারে নতুন লুক। টিজারের শেষ অংশে শোনা যায় তার কণ্ঠে একটি শক্তিশালী সংলাপ— “তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি।” যা সিনেমার মূল বার্তা ও চরিত্রের গভীরতা স্পষ্ট করে তোলে। শাকিবের পোস্টে উচ্ছ্বাস, নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি শেয়ার করে শাকিব খান লেখেন, “পুনরায় শক্তি সঞ্চয় করে প্রস্তুত... এসে গেল #SOLDIER-এর প্রথম ঝলক!!” তার এই ঘোষণার পরপরই ভক্তদের মন্তব্যে ভরে যায় কমেন্টবক্স। কেউ লিখেছেন, “একদম অন্য শাকিবকে দেখলাম; নিশ্চিত ব্লকবাস্টার।” আরেকজন নেটিজেন মন্তব্য করেন, “শাকিব খান, আপনি মানুষ নন, আপনি দিনে দিনে এলিয়েনে পরিণত হচ্ছেন, কারণ আপনার অভিনয় মানুষকে দিন দিন নতুন মাত্রা দিচ্ছে।” নতুন প্রজন্মের গল্প বলবে ‘সোলজার’ তরুণ নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। নির্মাতা জানান, “‘সোলজার’ কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়, এটি নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, অধিকার আদায়ে সোচ্চার হয় এবং দেশের জন্য কিছু...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন