Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ১১:৩৩ পি.এম

টাইফয়েড টিকা : যেসব উত্তর জানা জরুরি

বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচি দেশের ইতিহাসে টিকাদান কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অভিভাবকদের https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে গিয়ে শিশুর ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে রাখতে হবে। এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে গত ১ আগস্ট থেকে। কারা পাবেন এই টিকা? দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে টিকা পাবেন। শিক্ষাপ্রতিষ্ঠানবহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা ইপিআই-এর স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। টিকা দেওয়ার স্থান ও পদ্ধতি ২ বছর বা তার কম বয়সী শিশুদের ঊরুর বাইরের অংশে ০.৫ এমএল ডোজ দেওয়া হবে। ২ বছরের বেশি বয়সীদের বাহুর উপরিভাগে ডেল্টয়েড মাংসপেশিতে একই পরিমাণ ডোজ প্রয়োগ করা হবে। টিসিভি টিকা কতটা নিরাপদ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত এই টিকা ইতোমধ্যে পাকিস্তান, নেপালসহ বিভিন্ন দেশে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। এটি অত্যন্ত নিরাপদ ও কার্যকর। টিকা নেওয়ার পর কিছু সাধারণ প্রতিক্রিয়া যেমন হালকা জ্বর, ব্যথা, ক্লান্তি বা টিকা দেওয়ার স্থানে সামান্য লালচে ভাব দেখা দিতে পারে, যা কয়েক দিনের মধ্যেই সেরে যায়। নারী ও কিশোরীদের জন্য...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন