বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাবেন—এমন বিধান যুক্ত করে সংশোধিত হয়েছে আইন। সোমবার (৬ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন বিধান অনুযায়ী; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হলে অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকা যাবে না। স্থানীয় সরকার সংস্থার সদস্য, চেয়ারম্যান, মেয়র, কমিশনার বা প্রশাসক পদেও নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হওয়া যাবে না। প্রজাতন্ত্রের কোনো চাকরি বা সরকারি পদেও অধিষ্ঠিত হওয়া যাবে না। তবে ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি বা খালাসপ্রাপ্ত হলে এসব বিধান প্রযোজ্য হবে না। আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল; প্রজ্ঞাপনের আলোকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, অভিযোগ গঠনের পর মামলার সাক্ষ্যগ্রহণ এখন শেষ পর্যায়ে রয়েছে। ফলে সংশোধিত আইনের আওতায় তারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। বিশ্লেষকদের মতে, এই আইন সংশোধন মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর ও নিরপেক্ষ করতে ভূমিকা রাখবে। একইসঙ্গে এটি রাজনৈতিক অঙ্গনে নৈতিকতার মানদণ্ড স্থাপনেও সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।